শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দিল্লিতে কংগ্রেসের বিক্ষোভ চলাকালে রাহুল গান্ধী আটক

দিল্লিতে কংগ্রেসের বিক্ষোভ চলাকালে রাহুল গান্ধী আটক

দিল্লিতে কংগ্রেসের বিক্ষোভ চলাকালে রাহুল গান্ধী আটক

ভারতের রাজধানী নয়া দিল্লিতে দ্রব্যমূল্য বৃদ্ধি এবং পণ্য ও সেবা করসহ বিভিন্ন ইস্যুতে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভ দেখিয়েছে কংগ্রেস। এ সময় দলটির নেতা রাহুল গান্ধীকে আটক করে পুলিশ।

রাহুল রাজধানীর কেন্দ্রস্থলে পার্লামেন্ট ও শীর্ষ সরকারি দপ্তরগুলোর নিকটবর্তী রাজপথে বসে প্রতিবাদ জানাতে থাকেন বলে খবর ভারতীয় গণমাধ্যমের।

এ সময় পুলিশ তাকে ঘিরে ছিল। প্রায় আধ ঘণ্টা ধরে অচলাবস্থা চলার পর কংগ্রেসের এই এমপিকে তুলে নিয়ে যায় পুলিশ। রাহুলের আগেই ঘটনাস্থলে থাকা দলটির অন্যান্য এমপিদের আটক করে একটি বাসে তুলেছিল তারা, রাহুলকেও তাদের সঙ্গে রাখা হয়।

আটক হওয়ার আগে রাহুল গান্ধী বলেন, “ভারত একটি পুলিশি রাষ্ট্র, (প্রধানমন্ত্রী নরেন্দ্র) মোদী একজন রাজা।”

দলীয় বিক্ষোভে রাহুল গান্ধীই নেতৃত্ব দিচ্ছিলেন। তাকে আটকের আগেই অন্যান্যদের আটক করে পুলিশ। পরে তাকেও আটক করা হবে কিনা তা নিয়ে আলোচনার পর বিক্ষোভস্থলে প্রায় নিঃসঙ্গ হয়ে পড়া রাহুলকে আটক করে দিল্লি পুলিশ, জানিয়েছে এনডিটিভি।

আরও পড়ুন:

আরও পড়ুন

বাংলার শিরোনাম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সর্বশেষ সংবাদ