শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফ্রান্সে এক দিনে প্রায় ৫ লাখ মানুষের করোনা শনাক্ত

ফ্রান্সে এক দিনে প্রায় ৫ লাখ মানুষের করোনা শনাক্ত

ফ্রান্সে দৈনিক করোনা শনাক্তে নতুন রেকর্ড হয়েছে। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার দেশটিতে নতুন করে প্রায় পাঁচ লাখ মানুষের করোনা শনাক্ত হয়েছে। খবর এএফপির

ফ্রান্সের জনস্বাস্থ্য বিভাগ এ তথ্য জানিয়ে বলেছে, গত সপ্তাহে দেশটিতে দিনে গড়ে তিন লাখের বেশি মানুষের করোনা শনাক্ত হচ্ছিল। এখন এক দিনে প্রায় পাঁচ লাখ মানুষের করোনা শনাক্ত হলো।

ফ্রান্সের জনস্বাস্থ্য বিভাগের হালনাগাদ তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে ৪ লাখ ৬৪ হাজার ৭৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

আগের দিন সোমবার দেশটিতে ১ লাখ ২ হাজার ১৪৪ জনের করোনা শনাক্ত হয়েছিল। এখন অপ্রতিরোধ্য গতিতে সংক্রমণ ছড়াচ্ছে করোনার অতি সংক্রামক ধরন অমিক্রন। এ কারণে শনাক্তের হার বাড়ছে।

করোনা পরীক্ষা ও আইসোলেশন-সংক্রান্ত সরকারি বিধির প্রতিবাদে ফ্রান্সের শিক্ষকদের ইউনিয়ন সোমবার দ্বিতীয় দফায় ধর্মঘট ডাকে।

ইউনিয়ন বলছে, বাধ্যবাধকতার কারণে পাঠদান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

শিক্ষক ইউনিয়ন গত সপ্তাহে এক দিনের জন্য ‘ওয়াকআউট’ কর্মসূচি পালন করে। এ কর্মসূচির ধারাবাহিকতায় সোমবার তারা ধর্মঘট ডাকে।

গত সপ্তাহের ‘ওয়াকআউট’ কর্মসূচির কারণে দেশটির প্রায় অর্ধেক প্রাথমিক বিদ্যালয় এক দিনের জন্য বন্ধ থাকে।

শিক্ষক ইউনিয়নের অভিযোগ, সর্বোচ্চসংখ্যক শিক্ষার্থী যাতে স্কুলে যেতে পারে, সে জন্য সুস্পষ্ট নিয়মকানুন তৈরি করতে সরকার ব্যর্থ হয়েছে।

শিক্ষকেরা বলছেন, করোনার অতি সংক্রামক অমিক্রন ধরনের বিস্তারের কারণে পাঠদানে মারাত্মক ব্যাঘাত ঘটছে। কারণ, সরকারি নিয়ম মেনে অনেক অভিভাবক তাঁদের সন্তানদের টিকা নেওয়ার ব্যবস্থা করতে পারছেন না। করোনা পরীক্ষার জন্য ফার্মেসির সামনে দীর্ঘ সারি ধরে অপেক্ষা করতে হচ্ছে।

আরও পড়ুন:

আরও পড়ুন

বাংলার শিরোনাম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সর্বশেষ সংবাদ