শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে যাত্রীবাহী লঞ্চডুবি (ভিডিও)

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে যাত্রীবাহী লঞ্চডুবি (ভিডিও)

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে যাত্রীবাহী লঞ্চডুবি

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে যাত্রীবাহী লঞ্চডুবি

নারায়ণগঞ্জের কয়লাঘাটে শীতলক্ষ্যা নদীতে জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনা ঘটেছে। রোববার (২০ মার্চ) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

লঞ্চটির বেশিরভাগ যাত্রীই শিক্ষার্থী বলে জানা গেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

জানা গেছে, শীতলক্ষ্যায় ডুবে যাওয়া লঞ্চটির নাম ‘এমএম আশরাফ উদ্দিন’। কার্গো জাহাজের ধাক্কায় লঞ্চটি ডুবে যায়। এ সময় ১০ থেকে ১৫ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাকিরা নিখোঁজ রয়েছেন। লঞ্চটি মুন্সীগঞ্জগামী ছিল। তবে লঞ্চে ঠিক কতজন যাত্রী ছিলেন তাৎক্ষণিকভাবে তা কেউ নিশ্চিত করতে পারেনি। নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে।

এলাকাবাসী জানিয়েছে, লঞ্চটিতে শতাধিক যাত্রী ছিল। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) দাবি লঞ্চটিতে ২৫-৩০ জন যাত্রী ছিল।

[embedyt] https://www.youtube.com/watch?v=6kXi24RBHHk[/embedyt]

আরও পড়ুন:

আরও পড়ুন

বাংলার শিরোনাম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সর্বশেষ সংবাদ