শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

২৪ ঘণ্টায় দেশে করোনায় আরও ৯১ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় দেশে করোনায় আরও ৯১ জনের মৃত্যু

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে।

দেশে বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের পরিস্থিতি দিন দিন খারাপের দিকেই যাচ্ছে। কোনো ভাবেই মৃত্যু ও শনাক্ত কমছেই না। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরও ৯১ জন মারা গেছেন।[ads1]

এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০ হাজার ৬৭৯ জনে। এর আগে গতকাল মঙ্গলবারও দেশে করোনায় ৯১ জনের মৃত্যু হয়েছিলো।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার (২১ এপ্রিল) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ১৩ হাজার ৯০৫ জন এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ লাখ ২৪ হাজার ৯৭৫ জন।

এ নিয়ে বিশ্বে মোট করোনায় মৃত্যু হয়েছে ৩০ লাখ ৫৭ হাজার ৫৪১ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৪ কোটি ৩৫ লাখ ৪২ হাজার ৫৫০ জন। এ ছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ কোটি ১৮ লাখ ৯৬ হাজার ১৫৭ জন।

সম্পর্কিত খবর

বাংলার শিরোনাম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সর্বশেষ সংবাদ