বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

১০০ ফিল্ড অ্যাটেনডেন্ট নিচ্ছে আইসিডিডিআরবি

১০০ ফিল্ড অ্যাটেনডেন্ট নিচ্ছে আইসিডিডিআরবি

আন্তর্জাতিক উদরাময় গবেষণাকেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি)। ছবি: সংগৃহীত

ফিল্ড অ্যাটেনডেন্ট পদে ১০০ জন নিয়োগ দেবে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি)। ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চুক্তির ভিত্তিতে (নবায়নযোগ্য) এসব জনবল নেওয়া হবে। প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে ২০ অক্টোবর ২০২৪ তারিখের মধ্যে।

যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন।

এছাড়া স্বাস্থ্য সেক্টরে অন্তত এক বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। টিবি স্ক্রিনিংয়ের কাজে অভিজ্ঞরা অগ্রাধিকার পাবেন।

কর্মস্থল: ঢাকা (ঢাকা, নরসিংদী, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর ও টাঙ্গাইল) ও চট্টগ্রাম (চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুর)।

বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ১৭,৯৬০ টাকা।

বাসাভাড়া, যাতায়াত ভাতা ও উৎসব বোনাস দেওয়া হবে।

আবেদন করতে এখাবে ক্লিক করুন

সম্পর্কিত খবর

বাংলার শিরোনাম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন