শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১

সাবিনা-কৃষ্ণাদের ৫ লাখ করে টাকা দিলেন প্রধানমন্ত্রী

সাবিনা-কৃষ্ণাদের ৫ লাখ করে টাকা দিলেন প্রধানমন্ত্রী

সাবিনা-কৃষ্ণাদের ৫ লাখ করে টাকা দিলেন প্রধানমন্ত্রী

সাবিনা-কৃষ্ণাদের ৫ লাখ করে টাকা দিলেন প্রধানমন্ত্রী

নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী বাংলাদেশ দলকে সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের প্রত্যেক সদস্যকে পাঁচ লাখ ও কোচিং স্টাফদের দুই লাখ করে আর্থিক পুরস্কার দিয়েছেন প্রধানমন্ত্রী।

আজ বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে সাবিনা-সানজিদা-মারিয়াসহ দল-সংশ্লিষ্ট সবাইকে সংবর্ধনা ও আর্থিক সম্মাননা দেওয়া হয়।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ফুটবল ক্লাবের সভাপতি কাজী মো. সালাউদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন।

অনুষ্ঠানে খেলার স্মৃতিচারণ করেন নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। এ সময় অনুষ্ঠানে ‘সাফ ওমেন্স চ্যাম্পিয়নশিপ ২০২২’ এর ওপরে একটি ভিডিও প্রদর্শন করা হয়।

উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতে লাল-সবুজের মেয়েরা।

আরও পড়ুন

বাংলার শিরোনাম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সর্বশেষ সংবাদ