
অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের লিগ পর্বের তৃতীয় ম্যাচে মালদ্বীপকে ৪-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ের মধ্যদিয়ে চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছে লাল-সবুজের জার্সিধারীরা।
শুক্রবার (২৯ জুলাই) ভারতের ভুবনেশ্বরে মালদ্বীপের বিরুদ্ধে খেলতে নামে বাংলাদেশ। দলের হয়ে হ্যাটট্রিক করেছেন মিরাজুল ইসলাম। একটি গোল করেছেন রফিকুল ইসলাম।
প্রথম ম্যাচে বাংলাদেশ ১-০ গোলে হারায় শ্রীলঙ্কাকে। এরপর দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতকে হারায় ২-১ গোলে। আজ মালদ্বীপকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করলো মিরাজুল-রফিকুলরা।
বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কা এই ৫ দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ। লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ফাইনাল খেলবে।