শুক্রবার | ২২ সেপ্টেম্বর ২০২৩, ৭ আশ্বিন ১৪৩০

লক্ষীপুরের রায়পুরে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত

লক্ষীপুরের রায়পুরে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত

রেজাউল করিম, লক্ষ্মীপুর প্রতিনিধি: সোমবার (২ জুন) দুপুর ১২ঃ৩০ মিনিটের দিকে রায়পুর লক্ষ্মীপুর সড়কের মধুপুর এলাকায় মোটরসাইকেল ও পিক আপের সংঘর্ষে ১ জন নিহত হয়।[ads1]

নিহত ব্যক্তি উপজেলার ৩নং চরমোহনা ইউনিয়নের দক্ষিণ রায়পুর ৫নং ওয়ার্ডের মৃত আমানত উল্যা পাটোয়ারীর ছেলে মো. ফিরোজ আলম হিরু(৫৫)।

জানা গেছে, আজ দুপুরের ফিরোজ আলম হিরু মোটরসাইকেল নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। রায়পুর লক্ষ্মীপুর প্রধান সড়কের মধুপুরের শ্রমিক বিড়ি ফ্যাক্টরী সংলগ্ন এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে আসা লক্ষ্মীপুরগামী পিকআপ (লক্ষ্মীপুর ন-১১০২৪৭) সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক গুরুতর আহত হন। স্থানীয় লোকজন মোটরসাইকেলের আরোহীকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নিয়ে আসেন।

আহত ব্যক্তিকে রায়পুর সরকারি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে, দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরন করেন। আহত ফিরোজ আলম হিরুকে ঢাকা নেওয়ার পথে চাঁদপুরে মৃত্যুবরন করেন… ইন্না-লিল্লাহী ও ইন্নলিল্লাহির রাজীউন।

রায়পুর থানা অফিসার ইনচার্জ মো: তোতা মিয়া বলেন, আজ দুপুরের সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এই বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

বাংলার শিরোনাম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সর্বশেষ সংবাদ