রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

রেস্টুরেন্ট দিলেন মোশাররফ করিম-জুঁই দম্পতি

রেস্টুরেন্ট দিলেন মোশাররফ করিম-জুঁই দম্পতি

mossaraf_jui

রেস্টুরেন্ট ব্যবসায় যুক্ত আছেন সারা পৃথিবীর নামি-দামি তারকারা। সেই প্রবণতা বাংলাদেশেও দেখা গেছে নানা সময়ে। এই তালিকায় যুক্ত হলেন টেলিভিশনের জনপ্রিয় অভিনয়শিল্পী দম্পতি মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁই।[ads2]

তারা দুজনে মিলে চালু করেছেন ‘এক কাপ চা’ নামের রেস্টুরেন্ট, যার উদ্বোধন হয়ে গেল বৃহস্পতিবার।

রাজধানীর উত্তরার সেক্টর ১০-এ ‘এক কাপ চা’ অবস্থিত। বৃহস্পতিবারের সংক্ষিপ্ত এক আয়োজনে উপস্থিত হন শামীম জামানসহ মোশাররফ দম্পতির ঘনিষ্ঠজনেরা।

জুঁই জানান, করোনার কারণে অল্প পরিসরে খালি কেক কেটে উদ্বোধন করেছেন। ইচ্ছা আছে পরিস্থিতি স্বাভাবিক হলে বন্ধুদের সবাইকে নিয়ে আরেকটি অনুষ্ঠান করার।

সর্বশেষ ঈদুল আজহায় এই দম্পতিকে একাধিক নাটকে দেখা গেছে। এর মধ্যে মোশাররফ করিমের ‘যে শহরে টাকা উড়ে’ ও ‘বোধ’ বেশ আলোচিত হয়েছে।

সম্পর্কিত খবর

বাংলার শিরোনাম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সর্বশেষ সংবাদ