রেজাউল করিম, লক্ষীপুর প্রতিনিধিঃ লক্ষীপুরের রায়পুরে পৌর ৩ নং ওয়ার্ড, টি,সি, রোডে ভূইয়া স্টোর নামক স্থানে কাল বৈশাখীর ঘূর্ণিঝড়ে তান্ডবে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ।
আজ সকালে বয়ে যাওয়া দমকা হাওয়ায় প্রবল বৃষ্টি পাত ও বাতাসের ফলে। দোকান এবং বসত ঘরের সামনে থাকা একটি গাছ দোকান এবং বসত ঘরের উপর ভেঙে পড়ে। এতে দোকান এবং বসত ঘর লন্ড বন্ড হয়ে যায়। দোকানে এবং বসত ঘরের ভিতরে থাকা মানুষ গুলি তাত ক্ষনিক বাহিরে বেরিয়ে যায়। এতে কারো কোনো ক্ষত ক্ষতি হয় নাই।
এ ব্যাপারে বাড়াটিয়া শরিফ হোসেন ভূইয়া এবং জমির মালিক রহিম পাটোয়ারী বলেন। আল্লাহর রহমতে আমরা সকলে বেঁচে গেলাম। গাছ পড়ার আসংখা দেখে আমরা সবাই দোড়ে বাহিরে আসলে। তাত ক্ষনিক গাছ টি আমাদের দোকান এবং বসত ঘরের উপর ভেঙে পড়ে। এবং আমাদের দোকান ও বসত ঘর সম্পুর্ন ভেঙে যায় এতে আমাদের লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি হয়। এ ব্যাপারে ক্ষতি গ্রস্ত বাড়াটিয়া আর্থিক সহোযোগিতা চেয়ে রায়পুর উপজেলার নির্বাহী অফিসারের দৃষ্টি কামনা করেন।