বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

রনিল বিক্রমসিংঘেই শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট

রনিল বিক্রমসিংঘেই শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট

শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টই নতুন প্রেসিডেন্টের দায়িত্ব পেলেন। শ্রীলঙ্কার নতুন এই প্রেসিডেন্ট হলেন রনিল বিক্রমসিংঘে। এক মাস আগই তাকেই দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন দেশের তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে।

সম্প্রতি গোতাবায়া রাজাপক্ষে পদত্যাগ করতে বাধ্য হওয়ায় রনিলই অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ বার তাকেই শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করা হল।

শ্রীলঙ্কার ইউনাউটেড ন্যাশনাল পার্টির সদস্য ৭৩ বছরের রনিল। ২০২০ সালে শ্রীলঙ্কার সাধারণ নির্বাচনে জিতে মাহিন্দা রাজাপক্ষে ক্ষমতা দখল করার আগে তিনিই ২০১৮-১৯ সালে দ্বীপরাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন।

তবে গত এপ্রিল মাস থেকে চরম অর্থনৈতিক সমস্যায় জর্জরিত শ্রীলঙ্কায় ক্রমশই ক্ষোভ বাড়ছিল রাজাপক্ষেদের বিরুদ্ধে। সাধারণ মানুষ এই সরকারের বিরুদ্ধে রাজপথে নামেন। নতুন সরকার গঠনের দাবিও জানান। এর মধ্যেই গত মাসের ১২ মে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী পদে দায়িত্ব নেন রনিল।

সম্পর্কিত খবর

বাংলার শিরোনাম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন