শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

মুহাম্মদ ইউনূস জাতীয় সম্পদ, তবে তিনি ক্রিমিনাল কাজ করেছেন

মুহাম্মদ ইউনূস জাতীয় সম্পদ, তবে তিনি ক্রিমিনাল কাজ করেছেন

momen

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ফাইল ছবি

পররাষ্ট্রমন্ত্রী ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘মুহাম্মদ ইউনূস আমাদের জাতীয় সম্পদ। তিনি একজন নোবেল বিজয়ী। আমরা তাঁকে অত্যন্ত সম্মান করি। কিন্তু পৃথিবীতে বহু নোবেলজয়ী লোক আছেন, যাঁরা অন্যায় করেছেন, ক্রিমিনাল কাজ করেছেন, তাঁদের শাস্তি হয়েছে। এ ক্ষেত্রে দেখা যায়, আমাদের নোবেলজয়ী ক্রিমিনাল কাজ করেছেন।’

সিলেট নগরের ধোপাদীঘির পাড় এলাকায় পররাষ্ট্রমন্ত্রী তাঁর প্রধান নির্বাচনী কার্যালয়ে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় শেষে গতকাল মঙ্গলবার রাতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি যেটা জানি, উনি উনার লেবারদের (শ্রমিকদের) পয়সা দেননি। ওদের তিনি ঠকাইছেন। সেই জন্য তাঁর বিরুদ্ধে জাজমেন্ট হয়েছে। এইটা কোর্টের ব্যাপার। এইটার জন্য অন্য কোনো ধরনের কিছু হবে বলে আমার…। এইটা একটা প্রচলিত আইনের হিউজ প্রসেস। উনি সুযোগ পেয়েছেন আইনি লড়াই করার। উনি সুযোগ পেয়েছেন যুক্তিতর্কের। তারপর এভিডেন্সের বেসিসে তাঁরা জাজমেন্ট করেছেন। কারণ, প্রত্যেক দেশ আইনকে সম্মান করে। এর ফলে কোনো অসুবিধা হবে বলে আমার মনে হয় না।’

সম্পর্কিত খবর

বাংলার শিরোনাম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সর্বশেষ সংবাদ