বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

মামলা করবে সাংবাদিক রোজিনার পরিবার

মামলা করবে সাংবাদিক রোজিনার পরিবার

রোজিনা ইসলাম

সচিবালয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হয়রানির শিকার হয়েছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম। হয়রানিকারীদের বিরুদ্ধে তার পরিবার মামলা করবে বলে জানা গেছে। রোজিনা ইসলামকে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলায় গ্রেফতার করা হয়েছে।[ads1]

মঙ্গলবার (১৮ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত থেকে এ তথ্য জানান রোজিনা ইসলামের স্বামী মনিরুল ইসলাম। তিনি বলেন, রোজিনাকে হয়রানি ও নির্যাতনের ভিডিও সবাই দেখেছে।

এর আগে রোজিনা ইসলামকে সোমবার সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি কক্ষে প্রায় পাঁচ ঘণ্টা আটকে রাখা হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে তাকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়।

সাংবাদিক নেতারা এই ঘটনার নিন্দা জানিয়েছেন। তারা অভিযোগ করেন, মন্ত্রণালয়ের কর্মকর্তারা তার ফোন ছিনিয়ে নেয় এবং তাকে হয়রানি করেন। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন।

পরে অন্যান্য গণমাধ্যমের সাংবাদিকরা তাকে আটকে রাখার কারণ জানতে চাইলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাতে সাড়া দেননি। পরে বিকেলে সাংবাদিকেরা সচিবালয়ের বাইরে জড়ো হন এবং রোজিনা ইসলামকে হয়রানি ও আটকে রাখার প্রতিবাদ করেন।[ads2]

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণলয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মাইদুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, মোবাইল ফোনে গোপন নথিপত্রের ছবি তোলার জন্য রোজিনা ইসলামকে পুলিশে দেওয়া হয়েছে। এছাড়া তিনি স্বাস্থ্য বিভাগের সচিবের ব্যক্তিগত সচিব সাইফুল ইসলাম ভূঁইয়ার কক্ষ থেকে কিছু নথিও নিয়েছিলেন।

তবে রোজিনা ইসলাম বলছেন, তিনি স্বাস্থ্য সচিবের সাথে দেখা করতে গিয়েছিলেন। এ সময় পিএস সাইফুল ইসলাম ভূঁইয়া তার সাথে দুর্ব্যবহার করেন। তিনি কোনো নথি নেননি।

এদিকে মঙ্গলবার সকালে রোজিনা ইসলামের রিমান্ড নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত। এর আগে রোজিনা ইসলামকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। আগামী বৃহস্পতিবার তার জামিনের শুনানি হতে পারে।

সম্পর্কিত খবর

বাংলার শিরোনাম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সর্বশেষ সংবাদ