রবিবার | ৩ ডিসেম্বর ২০২৩, ১৮ অগ্রহায়ণ ১৪৩০

মাঠে গিয়ে বাংলাদেশ-পাকিস্তান খেলা দেখতে পারবেন যারা

মাঠে গিয়ে বাংলাদেশ-পাকিস্তান খেলা দেখতে পারবেন যারা

মিরপুর শেরেবাংলা ক্রিকেট গ্রাউন্ডে ১৯ নভেম্বর দুপুর ২টায় মাঠে গড়াবে বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টি-টোয়েন্টি। আর এ ম্যাচ দিয়ে প্রায় ২ বছর পর মাঠে বসে দর্শকরা দেখতে পারবেন খেলা।

করোনার কারণে এতদিন মাঠে দর্শকদের প্রবেশের অনুমতি ছিল না। এ কারণে গত সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজে মাঠে দর্শক যেতে পারেনি। এবার দর্শকদের প্রবেশে অনুমতি দেওয়া হলেও ঢালাওভাবে সবাই যেতে পারবেন না খেলা দেখতে।

তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৯, ২০ ও ২২ তারিখে, ভেন্যু মিরপুর।

বিসিবি সূত্র জানায়, টিকিট কিনতে হবে প্রতিটি ম্যাচের আগের দিন বিসিবির নির্দিষ্ট বুথ থেকে। আসন ফাঁকা থাকা সাপেক্ষে টিকিট পাওয়া যেতে পারে ম্যাচের দিনও।

টিকিট কিনতে পারবেন যে কেউ। কিন্তু টিকিট পেলেই মাঠে বসে খেলা দেখতে পারবেন তা কিন্তু নয়। মাঠে বসে খেলা দেখতে চাইলে করোনার দুই ডোজ টিকা দেওয়া থাকতে হবে। টিকিট থাকার পরও মাঠে প্রবেশের সময় করোনার টিকা নেওয়ার সনদ দেখাতে হবে। সঙ্গে পরতে হবে মাস্ক।

করোনা সংক্রমণের ঝুঁকি যথাসম্ভব এড়াতে এসব নিয়ম করা হয়েছে।

জানা যায়, গ্যালারির দর্শক ধারণক্ষমতার অর্ধেক আসনের টিকিট বিক্রি হবে।

বাংলার শিরোনাম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সর্বশেষ সংবাদ