
ট্রায়ালের সময় ভারতের তৈরি কোভ্যাকসিন নিয়েছিলেন দেশটির হরিয়ানা প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ। তবে এর পরেও করোনায় আক্রান্ত হয়েছেন তিনি। শনিবার একটি টুইট বার্তায় এমনটি জানান ৬৭ বছর বয়সী ভিজ।[ads2]
টুইট বার্তায় ভিজ বলেন, আমি করোনা পজিটিভ হয়েছি। যারা আমার সংস্পর্শে এসেছিলেন তাদেরকেও করোনা টেস্ট করার পরামর্শ দিচ্ছি।
I have been tested Corona positive. I am admitted in Civil Hospital Ambala Cantt. All those who have come in close contact to me are advised to get themselves tested for corona.
— ANIL VIJ MINISTER HARYANA (@anilvijminister)
জানা গেছে, গত ২০ নভেম্বর হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ ভারতের তৈরি কোভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়ালে ভ্যাকসিন গ্রহণ করেন।
এখনও পর্যন্ত ১ম ও ২য় পর্যায়ের ক্লিনিকাল ট্রায়ালে এক হাজার অংশগ্রহণকারীদের ওপর কোভ্যাকসিন পরীক্ষা করা হয়েছে এবং সংস্থাটি বলেছে, তাতে আশাব্যঞ্জক সুরক্ষা এবং প্রতিরোধ ক্ষমতা দেখিয়েছে ভ্যাকসিনটি।