রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

ব্রাহ্মণবাড়িয়ার সংঘর্ষ: গ্রেফতার আরও ৩০, মোট ২৯৮

ব্রাহ্মণবাড়িয়ার সংঘর্ষ: গ্রেফতার আরও ৩০, মোট ২৯৮

ব্রাহ্মণবাড়িয়ার সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে হেফাজতে ইসলামের কর্মী ও সমর্থকদের সংঘর্ষের ঘটনায় জড়িত আরও ৩০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।[ads1]

শনিবার (১৭ এপ্রিল) থেকে রোববার (১৮ এপ্রিল) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এনিয়ে এ ঘটনায় মোট ২৯৮ জনকে গ্রেফতার করা হলো।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, বাংলাদেশে মোদীর সফরের বিরোধিতা করে তিনদিন (২৬, ২৭ ও ২৮ মার্চ) ধরে করা আন্দোলন, ভাঙচুর, অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় মোট ৫৪টি মামলা হয়েছে। ঘটনার ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র দেখে আসামিদের গ্রেফতার করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় শনিবার থেকে রোববার সকাল পর্যন্ত আরও ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। ৫৪ মামলার মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় তিনটি ও সরাইল থানায় দু’টি মামলা হয়েছে। এ মামলাগুলোর এজহারভুক্ত আসামি ৪১৪ জন এবং অজ্ঞাতনামা আসামি অন্তত ৩৫ হাজার। ওই তিনদিনের জ্বালাও পোড়াও পরিস্থিতি ও চরম নৈরাজ্য নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে ১৫ জনের মৃত্যু হয়।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার রইছ উদ্দিন জানান, আসামিদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত খবর

বাংলার শিরোনাম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সর্বশেষ সংবাদ