শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাসচাপায় ছেলেমেয়েসহ মায়ের মৃত্যু, মহাসড়ক অবরোধ

বাসচাপায় ছেলেমেয়েসহ মায়ের মৃত্যু, মহাসড়ক অবরোধ

বাসচাপায় ছেলেমেয়েসহ মায়ের মৃত্যু, মহাসড়ক অবরোধ

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পাকুল্লা এলাকায় রাস্তা পারাপার হওয়ার সময় ছেলেমেয়েসহ তাদের মা নিহত হয়েছেন। এ ঘটনায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয়রা।

এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে ঈদে কর্মস্থলে ফেরা মানুষেরা চরম ভোগান্তিতে পড়েছেন।

শনিবার দুপুর ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন— মির্জাপুর উপজেলার বাঁশতৈল এলাকার মাসুদের স্ত্রী পারভিন আক্তার (২৮) ও তার ছেলে সুমন (৮) ও মেয়ে সাদিয়া (৬)।

পুলিশ ও এলাকাবাসী জানান, রাস্তা পারাপারের সময় একটি বাস পারভিন ও তার দুই সন্তানকে চাপা দেয়। দুপুর ১২টায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট সৃষ্টি হওয়ায় ঈদে কর্মস্থলে ফেরা মানুষ চরম ভোগান্তিতে পড়েন।

টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) মনসুর মুসা বলেন, মহাসড়ক অবরোধকারীদের শান্ত করার চেষ্টা চলছে।

মির্জাপুর থানার ওসি মো. মাসুদ করিম ও গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মোল্লা টুটুল বিষয়টি নিশ্চিত করে জানান, বাসটি আটক করা সম্ভব হয়নি। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন:

আরও পড়ুন

বাংলার শিরোনাম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সর্বশেষ সংবাদ