শুক্রবার | ২২ সেপ্টেম্বর ২০২৩, ৭ আশ্বিন ১৪৩০

পোশাক কারখানা এলাকায় থাকবে টিসিবি’র ট্রাক

পোশাক কারখানা এলাকায় থাকবে টিসিবি’র ট্রাক

পোশাক শ্রমিকদের চাহিদা পূরণের জন্য পোশাক কারখানাগুলোর আশপাশে ৪০টি পয়েন্টে ট্রাকের মাধ্যমে নিত্যপণ্য বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

মঙ্গলবার রাজধানীর হোটেল আমারিতে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়ের সময় পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান এ তথ্য জানিয়েছেন।

বিজিএমইএ সভাপতি বলেন, শ্রমিকরা যেন কম দামে টিসিবির পণ্য কিনতে পারেন, সেজন্য বাণিজ্যিমন্ত্রীর কাছে আমরা আবেদন করেছি। মন্ত্রী জানিয়েছেন, আমাদের শ্রমিকদের জন্য ৪০ পয়েন্টে টিসিবি’র গাড়ি দেয়া হবে। পাশাপাশি টিসিবির ট্রাক যেন বিকেল ৫টার বদলে রাত ৮টা পর্যন্ত পণ্য সরবরাহ করে, আমরা সেটিও বলেছি।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে পোশাক খাতে কোনো প্রভাব পড়েছে কি না এমন প্রশ্নের জবাবে ফারুক হাসান বলেন, রাশিয়াতে এক বিলিয়ন ডলার পোশাক রপ্তানির টার্গেট ছিল। তা অর্জন নিয়ে শঙ্কা রয়েছে। তবে সরকারের সহযোগিতায় আমরা অনান্য দেশে রপ্তানি করে সেই ঘাটতি পুষিয়ে নিতে চাইছি।

বাংলার শিরোনাম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সর্বশেষ সংবাদ