
পবিত্র মাহে রমজান উপলক্ষে বাহরাইনে বাংলাদেশি কমিউনিটির নেতাদের নিয়ে ইফতার মাহফিল ও সুধী সমাবেশ করেছে তালিমুল কুরআন বাহরাইন শাখা।
শুক্রবার দেশটির মোহাররক শহরের আল ইসলাহ হলরুমে পবিত্র কুরআন তেলোওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার বদরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কুল বাহরাইনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মুইজ চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা তছির উদ্দিন, প্রধান আলোচক ছিলেন মো. সেলিম। উপস্থিত ছিলেন- ইঞ্জিনিয়ার মনজুর আহমেদ, মো. সালাউদ্দিন, জয়নাল আবেদীনসহ বাহরাইন বাংলাদেশ কমিউনিটির নেতা এবং রাজনৈতিক অরাজনৈতিক ও বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন শাখার নেতাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা।
পরিশেষে দেশ জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি এবং সমৃদ্ধি কামনা ও মহামারি করোনায় আক্রান্ত হয়ে যারা মারা গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।