সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

কোনো সমস্যা নেই, ফের নাপা সিরাপ বিক্রির নির্দেশ

কোনো সমস্যা নেই, ফের নাপা সিরাপ বিক্রির নির্দেশ

কোনো সমস্যা নেই, ফের নাপা সিরাপ বিক্রির নির্দেশ

কোনো সমস্যা নেই, ফের নাপা সিরাপ বিক্রির নির্দেশ

পরীক্ষা-নীরিক্ষার পর নাপা সিরাপে কোনো সমস্যা না পাওয়ায় জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি ব্রাহ্মণবাড়িয়ায় আবারও ‘নাপা সিরাপ’ বিক্রির নির্দেশনা দিয়েছে। সোমবার (১৪ মার্চ) রাতে জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সাধারণ সম্পাদক আবু কাউসার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা প্রদান করা হয়। গত শনিবার (১২ মার্চ) ব্রাহ্মণবাড়িয়া জেলায় আশুগঞ্জে দুই শিশুর মৃত্যুর ঘটনায় নাপা সিরাপ বিক্রি বন্ধ রাখতে নির্দেশনা প্রদান করে।

জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সাধারণ সম্পাদক আবু কাউসার জানান, ‘ঘটনার পর আমরা ফার্মেসিগুলোতে নাপা সিরাপ সাময়িক বন্ধ রাখতে বলেছিলাম। সোমবার বিকেলে রাজধানীতে এক ব্রিফিংয়ে জানানো হয় নাপা সিরাপ পরীক্ষা-নীরিক্ষা করার পর কোনো সমস্যা পাওয়া যায়নি। কেন্দ্রীয় নির্দেশনা পাওয়ার পর আমরা ব্রাহ্মণবাড়িয়ায় পুনরায় নাপা সিরাপ বিক্রি করতে ব্যবসায়ীদের চিঠি দিয়েছি।’

বৃহস্পতিবার (১১মার্চ) রাতে জেলার আশুগঞ্জ উপজেলায় ‘জ্বরের সিরাপ’ খেয়ে মৃত্যু হয় দুই শিশুর এমন অভিযোগ ওঠার পর তা বিক্রি সাময়িক সময়ের জন্য বন্ধ ঘোষণা করে ব্রাহ্মণবাড়িয়া ওষুধ ফার্মেসি ব্যবসায়ীদের এই সমিতি।

সম্পর্কিত খবর

বাংলার শিরোনাম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সর্বশেষ সংবাদ