শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

করোনা সংক্রমণে সৌদিকে ছাড়িয়ে বিশ্বে ১৪তম বাংলাদেশ

করোনা সংক্রমণে সৌদিকে ছাড়িয়ে বিশ্বে ১৪তম বাংলাদেশ

করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় সৌদি আরবকে টপকে বৈশ্বিক তালিকায় ১৪ তম অবস্থানে পৌঁছেছে বাংলাদেশ।[ads2]

ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী করোনা শনাক্তের দিক থেকে সৌদি আরবকে টপকে এখন ১৪তম স্থানে বাংলাদেশ।

বুধবার পর্যন্ত দেশটিতে করোনা শনাক্তের সংখ্যা ৩ লাখ ১৬ হাজার ৬৭০ জন। আর বাংলাদেশে মোট আক্রান্ত হয়েছেন তিন লাখ ১৭ হাজার ৫২৮ জন। এর আগে করোনা সংক্রমণে পাকিস্তানকেও ছাড়িয়েছে বাংলাদেশ।

বুধবার বিকালে স্বাস্থ্য অধিদফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মহামারীতে সর্বমোট চার হাজার ৩৫১ জন মারা গেছেন।

গত একদিনে ১৫ হাজার ২০৪টি নমুনা পরীক্ষা হয়েছে, যাদের মধ্যে আক্রান্ত হয়েছেন দুই হাজার ৫৮২ জন।

আর সব মিলিয়ে আক্রান্ত হয়েছেন তিন লাখ ১৭ হাজার ৫২৮ জন।

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন দুই হাজার ৮৩৯ জন। আর সব মিলিয়ে সেরে উঠেছেন দুই লাখ ১১ হাজার ১৬ জন।

আরও পড়ুন:

আরও পড়ুন

বাংলার শিরোনাম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সর্বশেষ সংবাদ