শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রায়পুরে চাঁদাদাবি করে কৌশলে জমিদখলের পায়তারা

রায়পুরে চাঁদাদাবি করে কৌশলে জমিদখলের পায়তারা

রেজাউল করিম, লক্ষীপুর প্রতিনিধিঃ লক্ষীপুরের রায়পুরে চাঁদাদাবি করে কৌশলে জমি দখলের পায়তারা করছে স্থানীয় প্রভাবশালীরা।[ads2]

ঘটনাটি ঘটে রায়পুরের রাখালিয়া বাজার, ৫ নং ওয়ার্ড ৪নং সোনাপুর ইউনিয়ন মিজান মেস্থরীর বাড়িতে।

ভুক্তভোগী হাফেজ ইয়ামিন হাসান সবুজ এবং স্থানীয় নাজমা জানান, হাফেজ ইয়ামিন হাসান সবুজ এর ক্রয় করা সম্পত্তি দখলে থাকা সত্ত্বেও একই বাড়ির হাজেরা খাতুন এবং তার ছেলে মুন্না ১০/১৫ জন লোক নিয়ে হাফেজ ইয়ামিন হাসান সবুজ এর নির্মাণনাদিন ভবনের কাজ বন্ধ করে দেয় এবং মোটা অংকের টাকা দাবি করে। দাবিকৃত চাঁদা না দেওয়ায় কৌশলে জমি দখলের পায়তারা করে।

হাফেজ ইয়ামিন হাসান সবুজ বাঁধা দিতে গেলে তার উপর হামলা করে এবং নির্মাণনাদিন ভবনে ভাংচুর করে করে।

এ ব্যাপারে একাদিক বার সালিশ দরবার হলে ও হাজেরা বেগম এবং তার ছেলে মুন্না কারোর কথার তোয়াক্কা করে না।

অবশেষে ভুক্তভোগী হাফেজ ইয়ামিন হাসান সবুজ রায়পুর থানায় একটি অভিযোগ দায়ের করে এবং প্রশাসনের নিকট সঠিক বিচারের দাবি জানান। ঘটনার সত্যতা নিশ্চিত করার জন্য হাজেরা খাতুন ও তার ছেলে মুন্নার সাথে একাদিক বার যোগাযোগের চেষ্টা করে ও তাদের পাওয়া যায়নি।

বাংলার শিরোনাম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সর্বশেষ সংবাদ