বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

সাজেদা চৌধুরীর আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা

সাজেদা চৌধুরীর আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা

আজ নির্বাচন কমিশনের সঙ্গে আ.লীগের মতবিনিময়

আজ নির্বাচন কমিশনের সঙ্গে আ.লীগের মতবিনিময়

আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের প্রয়াত উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর ফরিদপুর-২ সংসদীয় আসনের উপনির্বাচন আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে অষ্টম কমিশন বৈঠক শেষে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার এ তফসিল ঘোষণা করেন।

হুমায়ুন কবীর খোন্দকার বলেন, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১০ অক্টোবর, বাছাই ১২ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৯ অক্টোবর। এবং ভোটগ্রহণ ৫ নভেম্বর।’

এদিকে, রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ করা হয়েছে খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হবে।

প্রসঙ্গত, সৈয়দা সাজেদা চৌধুরী রোববার (১১ সেপ্টেম্বর) রাত ১১টা ৪০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান।

সম্পর্কিত খবর

বাংলার শিরোনাম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সর্বশেষ সংবাদ