শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১

সাকিবের বিতর্কিত আউট নিয়ে যা বললেন শাদাব খান

সাকিবের বিতর্কিত আউট নিয়ে যা বললেন শাদাব খান

সাকিবের বিতর্কিত আউট নিয়ে যা বললেন শাদাব খান

সাকিবের বিতর্কিত আউট নিয়ে যা বললেন শাদাব খান

বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে পাকিস্তান। তবে এই ম্যাচের ফলকে ছাপিয়ে বিশ্বজুড়ে এখন আলোচনায় সাকিব আল হাসানের আউট, যা নিয়ে তুমুল বিতর্ক চলছে।

বাংলাদেশ ইনিংসের ১১তম ওভারে সাকিবের উইকেটটি পান পাকিস্তানের লেগস্পিনার শাদাব খান। এর পর বাংলাদেশের ইনিংস তাসের ঘরের ন্যায় ভেঙে পড়লে বড় সংগ্রহ পাননি টাইগাররা।

বাংলাদেশি সমর্থকদের অভিযোগ— তৃতীয় আম্পায়ার ল্যাংটন রুসেরের ‘ভুল সিদ্ধান্তে’র জন্যই কপাল পুড়ল বাংলাদেশের। নয়তো ম্যাচের ফল অন্যরকম হতে পারত। সেমিতেও উঠে যেতে পারতেন টাইগাররা।

এই আবহে বিতর্কিত সেই সিদ্ধান্ত নিয়ে কী বলছেন সাকিবের উইকেট পাওয়া স্পিনার শাদাব খান?

রোববার ইনিংসের মাঝেই শাদাব খান বলেন, ‘আম্পায়াররা আউট দিয়েছেন, তাই ওটা আউট (সাকিবের সিদ্ধান্ত)। বোলাররা তাদের কাজ করেছে। কন্ডিশন কাজে লাগিয়ে বোলাররা বল করেছে। সাকিবের বেলায় আম্পায়ার আউট দিয়েছে, অর্থাৎ এটি আউট ছিল।’

এদিকে শাদাব সেটিকে আউট বলে মেনে নিলেও প্রায় সব ক্রিকেটবোদ্ধা এবং বিশেষজ্ঞেরই মত— সাকিব আউট ছিলেন না। ধারাভাষ্য দেওয়ার সময় সাবেক ভারতীয় তারকা রবি শাস্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, ‘ব্যাটের সঙ্গে মাটির কোনো যোগ নেই। রিপ্লেতে তা স্পষ্ট। ব্যাটে বল লাগার কারণেই স্নিকোমিটারে স্পাইক দেখা গিয়েছিল।’

সাবেক অসি তারকা অ্যাডাম গিলক্রিস্টও এ আউট নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।

সাকিব আউট হননি স্বীকার করেছেন খোদ পাকিস্তানের সাবেক তারকা ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস ও মিসবাহ-উল-হক।

উল্লেখ্য, বাংলাদেশের ইনিংসের ১১তম ওভারের চতুর্থ বলে আউট হন সৌম্য সরকার। ক্রিজে নামেন সাকিব আল হাসান। প্রথম বলেই শাদাবকে স্টেপ আউট করেন সাকিব। বল পায়ে লাগে। আম্পায়ার অ্যাড্রিয়ান হোল্ডস্টক আঙুল উঁচিয়ে তোলেন। আম্পায়ারকে হাত তুলতে দেখে সঙ্গে সঙ্গে সাকিব রিভিউ নেন।

এ সময় পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে মাথা নাড়িয়ে কথা বলতে দেখা যায় সাকিবকে। তিনি দাবি করেন, বল আগে তার ব্যাটে লেগেছে। রিপ্লেতেও স্পষ্ট যে, স্পাইট দেখা যাচ্ছে তা ব্যাটে বল ছোঁয়ার। কিন্তু থার্ড আম্পায়ার ল্যাংটন রুসেরে আউট দেন সাকিবকে।

আরও পড়ুন

বাংলার শিরোনাম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সর্বশেষ সংবাদ