বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

লঞ্চ ভাড়া বাড়ল ৩০ শতাংশ, আজ থেকেই কার্যকর

লঞ্চ ভাড়া বাড়ল ৩০ শতাংশ, আজ থেকেই কার্যকর

লঞ্চ ভাড়া বাড়ল ৩০ শতাংশ, আজ থেকেই কার্যকর

লঞ্চ ভাড়া বাড়ল ৩০ শতাংশ, আজ থেকেই কার্যকর

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাসের পর এবার নৌ-যানের যাত্রীভাড়া বাড়ানো হয়েছে। যাত্রীভাড়া ৩০ শতাংশ সমন্বয় করে পুনর্নির্ধারণ করেছে নৌ-পরিবহন মন্ত্রণালয়। আজ থেকেই পুনর্নির্ধারিত ভাড়া কার্যকর হবে।

মঙ্গলবার (১৬ আগস্ট) নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম খান এ তথ্য জানিয়েছেন।

সিদ্ধান্ত অনুযায়ী, লঞ্চভাড়া ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটারে যাত্রীভাড়া ২ টাকা ৩০ পয়সা থেকে বাড়িয়ে ৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া প্রতি ১০০ কিলোমিটার অধিক দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি ভাড়া ২ টাকা থেকে বাড়িয়ে ২ টাকা ৬০ পয়সা নির্ধারণ করা হয়েছে। আর জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ২৫ টাকা থেকে ৮ টাকা বাড়িয়ে ৩৩ টাকা করা হয়েছে।

এর আগে জ্বালানি তেলের দাম বাড়ায় গত বছরের ৭ নভেম্বর লঞ্চ মালিকদের সাথে বৈঠকে লঞ্চের ভাড়া ৩৫ শতাংশ বাড়িয়েছিল অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। সে হিসাবে কিলোমিটার প্রতি ৬০ পয়সা করে ভাড়া বেড়েছিল।

সম্পর্কিত খবর

বাংলার শিরোনাম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন