দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে হাসপাতালের বিছানায় দিন অতিবাহিত করছেন সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। ব্রেন টিউমারে আক্রান্ত এই ক্রিকেটারের চিকিৎসা ব্যয়বহুল। সেটির খরচ চালাতে গিয়ে প্রায় সর্বস্বান্ত হয়ে পড়েছে তার পরিবার। এমন পরিস্থিতিতে এবার তার সহায়তায় এগিয়ে এসেছে সাকিব আল হাসানের প্রতিষ্ঠান মোনার্ক মার্ট।
রবিবার (২৭ মার্চ) মোশাররফ রুবেলের স্ত্রী চৈতি ফারহানা রুপার কাছে ১৫ লাখ টাকা হস্তান্তর করবে প্রতিষ্ঠানটি।
২০১৯ সালে ব্রেইন টিউমার ধরা পরে মোশাররফ রুবেলের। এরপর থেকেই ক্রিকেটের বাইরে আছেন তিন। এখন পর্যন্ত দুই দফা তার বড় ধরনের অপারেশন হয়েছে। কিন্তু পুরোপুরি সেরে ওঠেননি। কয়েকদিন আগে আবারও গুরুত্বর অসুস্থ হয়ে পড়েন রুবেল। এরপর থেকে হাসপাতালেই আছেন।