বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

রাজশাহীতে ইন্টারনেট সংযোগ বন্ধের অভিযোগ

রাজশাহীতে ইন্টারনেট সংযোগ বন্ধের অভিযোগ

রাজশাহীতে ইন্টারনেট সংযোগ বন্ধের অভিযোগ

রাজশাহীতে ইন্টারনেট সংযোগ বন্ধের অভিযোগ

রাজশাহীতে শনিবার (৩ ডিসেম্বর) সকাল ৯টা থেকে থ্রিজি ও ফোরজি সেবা না পাওয়ার অভিযোগ উঠেছে। সংযোগ না পাওয়ার কথা নিশ্চিত করেছেন নগরের ভুক্তভোগী নাগরিকরা। নেট না থাকার কারণে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)র বক্তব্য পর্যন্ত নিতে পারছে না বলে জানান প্রতিবেদক।

কৃষক দলের রাজশাহী জেলার আহবায়ক শফিকুল আলম বলেন, সকাল ১১টা থেকেই সমাবেশস্থলের আশেপাশে মোবাইলের ইন্টারনেট কাজ করছে না। সমাবেশস্থল থেকে দূরে গিয়েও ইন্টারনেট পাইনি।

সমাবেশস্থল থেকে বিএনপির কর্মী হসিব মুনতাসির বলেন, সমাবেশস্থল থেকে আমার বাসায় ভিডিও কল করতে চেয়েছিলাম। কিন্তু, ইন্টারনেট না থাকায় পারিনি।

এর আগে গত ২৬ নভেম্বর কুমিল্লায় বিএনপির গণসমাবেশের দিন সেখানে মোবাইল ইন্টারনেটে ধীরগতি ছিলো। ১৯ নভেম্বর সিলেটে ও ১২ নভেম্বর ফরিদপুরে বিএনপির গণসমাবেশের দিনও থ্রিজি ও ফোরজি সেবা বন্ধ রাখার নির্দেশ দেয় বিটিআরসি। এছাড়াও, গত ২২ অক্টোবর বিএনপির সমাবেশের দিন খুলনা সিটি করপোরেশন এলাকায় প্রায় ৫ ঘণ্টা মোবাইল ইন্টারনেটে ধীরগতি ছিলো।

সম্পর্কিত খবর

বাংলার শিরোনাম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন