বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২

যুক্তরাজ্যে ফ্যামিলি ভিসার শর্ত আরও কঠোর হচ্ছে

যুক্তরাজ্যে ফ্যামিলি ভিসার শর্ত আরও কঠোর হচ্ছে

যুক্তরাজ্যে ফ্যামিলি ভিসার শর্ত আরও কঠোর হচ্ছে

যুক্তরাজ্যে ফ্যামিলি ভিসার শর্ত আরও কঠোর হচ্ছে। ছবি : রয়টার্স

যুক্তরাজ্যে ফ্যামিলি ভিসা অর্থাৎ পরিবার নিয়ে থাকার ন্যূনতম শর্ত আরও কঠোর করেছে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টির সরকার। এতে আবেদনকারীর বার্ষিক আয়ের নতুন অংক নির্ধারণ করা হয়েছে।

এনডিটিভি জানিয়েছে, আগে ব্রিটেনে বসবাসকারী কর্মজীবী মানুষজন তাদের পরিবারের জন্য ভিসার আবেদন করলে আবেদনকারীর আয় বছরে অন্তত ১৮ হাজার ৬০০ পাউন্ড বা প্রায় ২৫ লাখ টাকা দেখাতে হতো। যার অংক বাড়িয়ে ২৯ হাজার ২০০ পাউন্ড বা প্রায় ৪০ লাখ টাকা করা হয়েছে।

ব্রিটিশ সরকারের তরফ থেকে এই বিষয়ে একটি বিবৃতিতে বলা হয়েছে, করদাতাদের ওপর অভিবাসন ব্যবস্থার গুরুভার লাঘব করতে এবং অনিয়ন্ত্রিত শরণার্থী সমস্যা মেটাতেই তাদের এই পদক্ষেপ। এছাড়াও দক্ষ কর্মী বা শ্রমিকদের জন্য আয়ের নিম্নসীমা আগামী বছরেই আরও ৩১ শতাংশ বাড়াতে যাচ্ছে ব্রিটিশ সরকার।

এমনটা হলে আগামী বছর থেকে পরিবার নিয়ে যুক্তরাজ্যে থাকতে হলে বছরে ন্যূনতম ৩৮ হাজার ৭০০ পাউন্ড বা প্রায় ৫০ লাখ টাকা বেতন পেতে হবে।

সম্পর্কিত খবর

বাংলার শিরোনাম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সর্বশেষ সংবাদ