শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফুলবাড়ীতে বেসিক সংস্থার ক্ষুদ্র ঋণ কার্যক্রমের উদ্বোধন

ফুলবাড়ীতে বেসিক সংস্থার ক্ষুদ্র ঋণ কার্যক্রমের উদ্বোধন

অমর চাঁদ গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে বাংলাদেশ ব্যাংকের মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি কর্তৃক সনদপ্রাপ্ত বেসরকারি উন্নয়ন সংস্থা বেসিকের উদ্যোগে গতকাল রবিবার দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে ক্ষুদ্র ঋণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

পৌর শহরের উত্তর সুজাপুরস্থ বেসিক সংস্থার শাখা অফিসে সংস্থার ক্ষুদ্র ঋণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেসিক সংস্থার নির্বাহী পরিচাল শ্যামল চন্দ্র সরকার। এতে প্রধান অতিথি হিসেবে ক্ষুদ্র ঋণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম মনিরুজ্জামান।

এ সময় কম্পিউটার কাম অফিস সহকারি মেজবাহুর রহমান, বেসিকের ব্যবস্থাপক রবীন্দ্রনাথ রায়, মাঠ সংগঠক কিষ্টু টুডু, সুপারভাইজার মমতা রাজবংশী, টিম লিডার রাজেন মার্ডী, কম্পিউটার প্রশিক্ষক লক্ষ্মী রানী রায় এবং স্থানীয় সুধিজনসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সংস্থার সদস্য মুন্নাফা বিবিকে আনুষ্ঠানিকভাবে প্রথম ঋণ গ্রহীতা হিসেবে ১০ হাজার টাকার ঋণ প্রদান করা হয়।

আরও পড়ুন:

আরও পড়ুন

বাংলার শিরোনাম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সর্বশেষ সংবাদ