সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

ফুলবাড়ীতে বিনামূল্যে সার ও বীজ পেলেন ৩৬০ জন প্রান্তিক চাষি

ফুলবাড়ীতে বিনামূল্যে সার ও বীজ পেলেন ৩৬০ জন প্রান্তিক চাষি

ফুলবাড়ীতে বিনামূল্যে সার ও বীজ পেলেন ৩৬০ জন প্রান্তিক চাষি

ফুলবাড়ীতে বিনামূল্যে সার ও বীজ পেলেন ৩৬০ জন প্রান্তিক চাষি

অমর চাঁদ গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে গতকাল রবিবার উপজেলার ৩৬০ জন প্রান্তিক কৃষকের মাঝে প্রণোদনার বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে।

দুপুর ১২ টায় উপজেলা পরিষদ চত্বরে ২০২১-২২ অর্থবছরে খরিফ এবং ২০২২-২৩ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আউশ ধান চাষে উপজেলার ৩৬০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শামীমা আক্তার জাহান।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তারের সঞ্চালনায় আয়োজিত প্রান্তিক কৃষকের মাঝে প্রণোদনার বিনামূল্যের সার ও বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন, ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নীরু শামসুন্নাহার, ইউপি চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, ইউপি চেয়ারম্যান মো. মানিক রতন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা ভূঁইয়া, সমাজসেবা কর্মকর্তা আখতারুজ্জামান প্রমুখ।

শেষে প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি আনুষ্ঠানিকভাবে উপজেলার ৩৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে জনপ্রতি ৫ কেজি আউস ধানের বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার তুলে দেন।

সম্পর্কিত খবর

বাংলার শিরোনাম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সর্বশেষ সংবাদ