গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে চাকরির প্রলোভন দেখিয়ে প্রায় কোটি টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় মূলহোতা প্রতারক মো. আবুল কালামকে (৩৬) গ্রেফতার করেছে র্যাব-৬। বুধবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার নিলফাবাজার এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
বুধবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-৬ এ তথ্য নিশ্চিত করে।
গ্রেফতারকৃত মো. আবুল কালাম চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার বড় দুধপাতিলা গ্রামের বাসিন্দা।
র্যাব-৬ জানায়, গ্রেফতারকৃত মো. আবুল কালাম বিভিন্ন এলাকায় নিজেকে বিভিন্ন প্রতিষ্ঠানের ও দপ্তরের কর্মকর্তা পরিচয় দিয়ে চাকরির ভুয়া নিয়োগপত্র প্রদান করে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। ইতোমধ্যে চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে তিনি প্রায় ৯৫ লাখ টাকা হাতিয়ে নেন।
এ ঘটনায় প্রতারক আবুল কালামের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩টি মামলা ও একটি জিডি দায়ের করেন ভুক্তভোগীরা। অপরদিকে আসামির বিরুদ্ধে ২টি গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
পরে র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে টুঙ্গিপাড়ার নিলফা এলাকায় অভিযান চালিয়ে ওই প্রতারকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতকে চুয়াডাঙ্গার দামুড়হুদা থানায় হস্তান্তর করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে- আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ওই প্রতারক বিভিন্ন স্থানে নিজের নাম ঠিকানা এবং পরিচয় পরিবর্তন করে আত্মগোপন করেছিলেন।