রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১

গাজায় শরণার্থী শিবিরে ভয়াবহ আগুনে শিশুসহ নিহত ২১

গাজায় শরণার্থী শিবিরে ভয়াবহ আগুনে শিশুসহ নিহত ২১

গাজায় শরণার্থী শিবিরে ভয়াবহ আগুনে শিশুসহ নিহত ২১

গাজায় শরণার্থী শিবিরে ভয়াবহ আগুনে শিশুসহ নিহত ২১

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থী শিবিরের একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ অন্তত ২১ জন নিহত হয়েছেন।

এ ছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার।

ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস নিয়ন্ত্রিত গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভবনটিতে বিপুল পরিমাণ ডিজেল রাখা হতো বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

ওই ডিজেল ভাণ্ডারের কারণে আগুন দ্রুত গোটা ভবনে ছড়িয়ে যায়। তবে ঠিক কীভাবে আগুনের সূত্রপাত হয়েছিল তা জানার জন্য তদন্ত চলছে বলে হামাস জানিয়েছে।

বৃহস্পতিবার রাতে ছড়িয়ে পড়া এ আগুন নিয়ন্ত্রণে আনতে অগ্নিনির্বাপণ কর্মীদের এক ঘণ্টার বেশি সময় লেগেছে।

নিহত ব্যক্তিদের দেহ পুড়ে অঙ্গার হয়ে গেছে এবং তাদের বেশিরভাগকেই আর চেহারা দেখে শনাক্ত করা সম্ভব নয়।

ভবনটির একটি বাসায় জন্মদিনের পার্টির জন্য মোমবাতি জ্বালাতে গিয়ে আগুনের সূত্রপাত হয়েছে বলে একটি সূত্র দাবি করেছে।

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এ ঘটনায় শোক প্রকাশ করে ফিলিস্তিনে একদিনের শোক পালনের ঘোষণা দিয়েছেন।

তীব্র ঘন বসতিপূর্ণ গাজা উপত্যকায় মোট ২৩ লাখ মানুষ বসবাস করেন, যাদের বেশিরভাগই থাকেন আটটি শরণার্থী শিবিরে।

এগুলোর মধ্যে জাবালিয়া অন্যতম। গাজা উপত্যকার ওপর ২০০৭ সাল থেকে জল, স্থল ও আকাশপথে কঠোর অবরোধ আরোপ করে রেখেছে ইসরাইল।

সম্পর্কিত খবর

বাংলার শিরোনাম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন