মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

ক্যালিফোর্নিয়ার গির্জায় বন্দুককধারীর গুলিতে একজন নিহত, আহত ৫

ক্যালিফোর্নিয়ার গির্জায় বন্দুককধারীর গুলিতে একজন নিহত, আহত ৫

ক্যালিফোর্নিয়ার গির্জায় বন্দুককধারীর গুলিতে একজন নিহত, আহত ৫

ক্যালিফোর্নিয়ার গির্জায় বন্দুককধারীর গুলিতে একজন নিহত, আহত ৫

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি গির্জায় বন্দুকধারীর গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত পাঁচজন। নিউইয়র্কে একটি সুপার মার্কেটে বন্দুকধারীর গুলিতে ১০ জন নিহত হওয়ার একদিন পরই এমন ঘটনা ঘটল। কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস শহরের অরেঞ্জ কাউন্টির শেরিফের দপ্তর এক টুইটার পোস্টে জানিয়েছে, রোববার স্থানীয় সময় দেড়টার কিছু আগে লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে উডস শহরের প্রেসবিটারিয়ান চার্চে এ ঘটনা ঘটেছে।

কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাস্থলেই একজন মারা গেছেন। বাকি চারজনের অবস্থা গুরুতর। পঞ্চম ব্যক্তি সামান্য আহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে গির্জার কোথায় গুলি চালানো হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আটক ব্যক্তির পরিচয় সম্পর্কেও বিস্তারিত কিছু এখনো জানা যায়নি।

শেরিফের মুখপাত্র ক্যারি ব্রাউন বলেছেন, ‘প্রায় ৩০ জন মানুষের চোখের সামনে এ সহিংস ঘটনা ঘটেছে। এই গির্জায় বেশির ভাগ তাইওয়ান বংশোদ্ভূত মানুষেরা প্রার্থনা করে থাকেন।’ বন্দুকধারী গির্জার কারও পরিচিত কি না কিংবা কোনো জাতিগত বিদ্বেষ থেকে এ রক্তপাত ঘটানো হয়েছে কি না, তদন্ত কর্মকর্তারা তা খতিয়ে দেখছেন বলেও জানান তিনি।

এর আগে গত শনিবার বিকেলে নিউইয়র্কে বাফেলো শহরের ব্যস্ত একটি সুপার মার্কেটে বন্দুকধারীর হামলায় ১০ জন নিহত হয়েছেন এবং গুরুতর আগত হয়েছেন তিনজন। নিহত সবাই কৃষ্ণাঙ্গ। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, এ ঘটনায় অভিযুক্ত ১৮ বছর বয়সী এক তরুণকে আটক করেছে নিউইয়র্ক পুলিশ।

সম্পর্কিত খবর

বাংলার শিরোনাম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সর্বশেষ সংবাদ