বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

কুরবানি ঈদ ঘিরে বসবে ৪৪০৭ পশুর হাট, মাস্ক ছাড়া প্রবেশ নিষিদ্ধ

কুরবানি ঈদ ঘিরে বসবে ৪৪০৭ পশুর হাট, মাস্ক ছাড়া প্রবেশ নিষিদ্ধ

কুরবানি ঈদ ঘিরে বসবে ৪৪০৭ পশুর হাট, মাস্ক ছাড়া প্রবেশ নিষিদ্ধ

কুরবানি ঈদ ঘিরে বসবে ৪৪০৭ পশুর হাট, মাস্ক ছাড়া প্রবেশ নিষিদ্ধ

আসন্ন কুরবানি ঈদ উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১০টি ও দক্ষিণের ১২টিসহ সারা দেশে ৪ হাজার ৪০৭টি গবাদি পশুর হাট বসবে। এ সংখ্যা হয়ত দু-একটা কম-বেশি হতে পারে। এসব হাটে মাস্ক ছাড়া প্রবেশ করা যাবে না।

বুধবার সচিবালয়ে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে এবং শিল্পাঞ্চলে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ বিষয়ক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হাটগুলোতে প্রয়োজন অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবে। পশুর হাটের টাকা পুলিশের সহযোগিতায় বহন করতে পারবেন ব্যবসায়ীরা।

মহাসড়ক ও সড়কে কোনো পশুর হাট বসানো যাবে না বলে জানান মন্ত্রী। তিনি বলেন, পশুর হাটে মাস্ক পরে ঢুকতে হবে এবং স্বাস্থ্যবিধি মানতে হবে।

সম্পর্কিত খবর

বাংলার শিরোনাম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন