রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১

কমলাপুর স্টেশনে ট্রেনে কিশোরীকে ধর্ষণ, গ্রেফতার ৫

কমলাপুর স্টেশনে ট্রেনে কিশোরীকে ধর্ষণ, গ্রেফতার ৫

কমলাপুরে ট্রেনে কিশোরীকে ধর্ষণ, গ্রেফতার ৫

কমলাপুরে ট্রেনে কিশোরীকে ধর্ষণ, গ্রেফতার ৫

বাড়ি থেকে রাগ করে চলে আসা ১৭ বছর বয়সের এক কিশোরীকে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ধর্ষণের অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।

শনিবার গভীর রাতের স্টেশনে দাঁড়িয়ে থাকা এক ট্রেনে এ ঘটনার সময় কমলাপুর রেলওয়ে থানা পুলিশ ওই পাঁচজনকে গ্রেফতার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- নাজমুল (২৫), আনোয়ার (২০), সুমন (২১), নাইম (২৫) ও রোমান প্রকাশ কালু (২২)।

তাদের মধ্যে দুইজন রেলওয়ের আউটসোর্সিং পরিচ্ছন্নতাকর্মী এবং বাকিরা ভবঘুরে বলে জানিয়েছেন কমলাপুর রেলওয়ে থানার ওসি ফেরদাউস আহম্মেদ বিশ্বাস।

তিনি বলেন, রাত সাড়ে ১২টা থেকে একটার মধ্যে প্লাটফরমে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের বগিতে এই তরুণীকে ধর্ষণ করা হয়।

নিয়মিত টহল দেওয়ার সময় বিষয়টি দেখতে পেয়ে ওই পাঁচজনকে গ্রেফতার এবং কিশোরীকে উদ্ধার করে বলে ওসি জানান।

রেলওয়ে পুলিশ কর্মকর্তা ফেরদৌস বলেন, মায়ের সঙ্গে রাগারাগি করে সে নেত্রকোণার বাড়ি থেকে বের হয়ে রাতে রেলওয়ে স্টেশনে আসে বলে ওই কিশোরীর কাছ থেকে পুলিশ জানতে পেরেছে। পরিবারের সঙ্গে তার কী সমস্যা সে বিষয়ে জানার চেষ্টা করা হচ্ছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই কিশোরী লেখাপড়া জানে। এ বিষয়ে আইননানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান ওসি ফেরদৌস।

সম্পর্কিত খবর

বাংলার শিরোনাম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন