রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন ইসিবি চত্বরে বাসের ধাক্কায় অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। নিহতের বয়স আনুমানিক ৫০ বছর।
শুক্রবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় ওই নারীর সঙ্গে থাকা এক শিশুও গুরুতর আহত হয়েছে।
জানা গেছে, এক শিশুসহ অজ্ঞত ওই নারী রাস্তার পাশে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় কালশি থেকে রাজধানী এক্সপ্রেসের একটি বাস মাটিকাটার দিকে যাওয়ার পথে অজ্ঞাতনামা নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নারীর মৃত্যু হয় এবং শিশুটি দূরে ছিটকে গিয়ে পড়ে।
পরে স্থানীয়রা আহত শিশুকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। এছাড়া অজ্ঞাত নারীর লাশটি উদ্ধার করে ক্যান্টনমেন্ট থানা পুলিশ।