শুক্রবার | ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০

আবরার হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত সেতুর আপিল শুনানির জন্য মঞ্জুর

আবরার হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত সেতুর আপিল শুনানির জন্য মঞ্জুর

বুয়েটছাত্র আবরার ফাহাদ রাব্বীকে পিটিয়ে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এসএম মাহমুদ সেতুর খালাস চেয়ে করা আপিল আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার এ সংক্রান্ত শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি এসএম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ আপিল আবেদন মঞ্জুর করে আদেশ দেন।

আদালতে আসামি সেতুর পক্ষে শুনানি করেন সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট এএম জামিউল হক ফয়সাল ও ব্যারিস্টার শারমিন আক্তার শিউলী।

বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী অ্যাডভোকেট এএম জামিউল হক ফয়সাল।

তিনি জানান, বুয়েটের আবরার হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এসএম মাহমুদ সেতুর মৃত্যুদণ্ডের বিরুদ্ধে মঙ্গলবার আপিল আবেদন মঞ্জুর করেছেন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ। এখন মামলাটির পেপারবুক তৈরি হলে আপিলের বিষয়ে শুনানির জন্য কার্যতালিকায় আসবে।

এর আগে গত ১৯ জানুয়ারি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আসামি সেতুর পক্ষে সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট এএম জামিউল হক ফয়সাল ও ব্যারিস্টার শারমিন আক্তার শিউলী এই আপিল করেন।

এর আগে ৮ ডিসেম্বর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড ও পাঁচজনের যাবজ্জীবনের আদেশ দেন আদালত। ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল ১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দিদের মধ্যে মেহেদী হাসান রাসেল (২৪), অনিক সরকার ওরফে অপু (২২), মেহেদী হাসান রবিন ওরফে শান্ত (২৩), ইফতি মোশাররফ সকাল (২০), মনিরুজ্জামান মনির (২১), মেফতাহুল ইসলাম জিয়ন (২৩), মাজেদুর রহমান মাজেদ (২০), মুজাহিদুর রহমান মুজাহিদ (২১), খন্দকার তাবাকারুল ইসলাম অরফে তানভীর (২১), হোসেন মোহাম্মদ তোহা (২১), শামীম বিল্লাহ (২১), এএসএম নাজমুস সাদাত (২১), মুনতাসির আল জেমী (২০), মিজানুর রহমান মিজান (২২), এসএম মাহমুদ সেতু (২৪), শামসুল আরেফিন রাফাত (২১) ও মোর্শেদ ওরফে মোর্শেদ অমর্ত্য ইসলাম (২০) জেল আপিল করেছেন। আর আসামি এহতেশামুল রাব্বি ওরফে তানিম (২০), মোর্শেদ উজ্জামান মণ্ডল প্রকাশ জিসান (২২) ও মুজতবা রাফিদ (২১) পলাতক রয়েছেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন অমিত সাহা (২১), ইসতিয়াক আহমেদ মুন্না (২১), আকাশ হোসেন (২১), মুহতাসিম ফুয়াদ (২৩) ও মোয়াজ ওরফে মোয়াজ আবু হোরায়রা (২১)। তারা আপিল করেছেন কি না, তা জানা যায়নি।

২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ১৯ জনকে আসামি করে পরের দিন ৭ অক্টোবর চকবাজার থানায় একটি হত্যা মামলা করেন নিহতের বাবা বরকত উল্লাহ। মাত্র ৩৭ দিনে তদন্ত শেষ করে ওই বছরের ১৩ নভেম্বর চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক ওয়াহিদুজ্জামান।

বাংলার শিরোনাম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সর্বশেষ সংবাদ