বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২

অনুমতি মিলেছে, ঢাকায় আসছেন নোরা ফাতেহি

অনুমতি মিলেছে, ঢাকায় আসছেন নোরা ফাতেহি

nora-fatehi
অনুমতি মিলেছে, ঢাকায় আসছেন নোরা ফাতেহি
বলিউড আইটেম গার্ল নোরা ফাতেহি। ছবি : সংগৃহীত

বাংলাদেশে আসছেন বলিউডের আইটেম গার্ল নোরা ফাতেহি। ‘উইমেন এমপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক একটি বিশেষ তথ্যচিত্রের শুটিংয়ে অংশ নিতে বাংলাদেশে আসবেন তিনি। তাকে বাংলাদেশে আসা এবং থাকার অনুমতি দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বিশেষ ওই তথ্যচিত্রটি তৈরি হবে উইমেন লিডারশিপ করপোরেশনের উদ্যোগে।

আজ সোমবার মন্ত্রণালয়ের উপসচিব (চলচ্চিত্র) মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে শর্তসাপেক্ষে নোরা ফাতেহিকে অনুমতি দেওয়া হয়।

এর আগে ‘গ্লোবাল অ্যাচিভার অ্যাওয়ার্ড-২০২২’ অনুষ্ঠানে যোগ দিতে নোরা ফাতেহির বাংলাদেশে আসার কথা ছিল। তবে নানা জটিলতায় তা বাতিল হয়।

আগামী ১৮ নভেম্বর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নোরাকে আসার এবং এক দিন থাকার অনুমতি দেওয়া হয়েছে। ওই এক দিনের মধ্যেই তাকে ওই ডকুমেন্টারি শুটিংয়ের কাজে অংশ নিতে হবে। এ সময় তিনি অন্য কোনো কাজে বা অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না।

সম্পর্কিত খবর

বাংলার শিরোনাম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সর্বশেষ সংবাদ